নিখাঁদ দেশপ্রেম


             ✍️সুজন দেবনাথ 

পরাধীন দেশের ওগো সাহসী বীর শহীদেরা,
নিখাঁদ ছিলো তোমাদের দেশপ্রেম। 
তোমাদের গন্তব্য ছিলো স্বাধীনতা, 
তাইতো তোমরা পরাধীন মাতৃভূমি কে-
অধীন করেছো বুকের রক্ত ঢেলে। 

লালে লালে রঞ্জিত করেছো 
দেশ মাতৃকার যুগল চরন।
ফাঁসীর মঞ্চে গেয়েছো যেদিন
তোমরা জীবনের জয়গান, 
তোমাদের মহান আত্মত্যাগে সেদিন থেকে
বাড়িয়েছো এই দেশমাতৃকার মান।

ওগো স্বাধীনতা সংগ্রামী বীর শহীদরা, 
তোমরা এসো আবার ধরনীর বুকে,
দেখা দাও আরেকটি বার।

দুচোখ ভরে দেখে তোমাদের 
আজ গোটা বিশ্ব করুক অঙ্গীকার।
নিজেকে নিয়ে বেঁচে থাকা নয়,
পরের তরে জীবন দানে এবার 
সকলেই হোক উদার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন