সেই মানুষটা

✍️  বিজিত গোস্বামী

বৃষ্টির ফুলকি থেকে অতীত বের করার মজাই আলাদা
শৈশব পাগল ,এলোমেলো বাতাস গায়ে চড়িয়ে
ছুটে যাওয়া দামাল সখ্যতার এ গল্প বয়সের ভারে ও
 বেঁচে আছে, কেবল ছবি হয়ে।

একসাথে দঙ্গল সখা সখির বিচরণ ভূমি হারিয়ে গেছে!
পাড়ার জেঠা জেঠি কাকু কাকীমা দাদু দিদিমা কবে
মুখ গুটিয়ে নিয়েছে
বেঁচে আছে সময় ক্যানভাসের ফুটো থেকে হাহাকার গিলে খায়।
হারভাঙা সে শীত মরে গেছে কবে
নিয়ন শহরের সে বাতি রোজ জ্বলে
নিভু নিভু আলো কেবল কুয়াশা শূন্য
রাত বাড়লে খোলা আকাশের গোল টেবিল বৈঠক
 আকাশ ভরে অগণিত তারা সাজিয়ে আসর---কোথায় সে দিন!
জোনাকির মিটমিট আলোর খোঁজে পেছন ধাওয়া ব্যর্থ আজ।

আজ কেবল ব্যস্ততা---
কার চেয়ে কে এগিয়ে
ফার্স্ট হওয়ার দূর্বার ইচ্ছে, পৌঁছানোর প্রবল বাসনা,গোল চাই গোল লক্ষ্যভেদে জড়িয়ে বল।

তখন এসব ছিলনা!
আজ মরেও বেঁচে থাকতে হয়
অতীত চাদর গায়ে উঠোন ফুলকি দেখার সে চোখ মৃতপ্রায়, ন্যুজ শরীর ভাবলেশহীন মুখে একগাদা দাড়ি, হাতে গান্ধী লাঠি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ