বৃষ্টির সকাল


    ✍️ অভিজিৎ সরকার

সকালটা ছিল খুব সুন্দর।
ঘুমটা ভাঙল রিমঝিম শব্দে।
উঠে দেখি প্রকৃতি যেন  সেজেছে।
মনটা ভরে উঠলো এই দৃশ্য দেখে।
অন্যান্য দিনের মতো  প্রকৃতি নয় আজ।
যেন সম্পুর্ণ রূপ নিয়েছে পাল্টে।
আমিও প্রতিদিনের মত লেগে পরি আমার কাজে,
এই রিমঝিম বৃষ্টি সকালটা কে খুব সুন্দর করে তুলল।
আমিও বেরিয়ে পরলাম প্রকৃতির মধ্য দিয়ে কাজে।
রাস্তা টাও রূপ নিয়েছে পাল্টে,
আর চারিদিকে সবুজের আচ্ছাধন ,
যেন এই বর্ষার সময় বসন্ত এল।
আমারও মনটা আর নেয় রাস্তায়,
এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে।
বেলা হতে যাচ্ছে কিন্তু সূর্যের নেয় খুঁজ।
আকাশ যেন ' তাকে ' রেখেছে ডেকে।
নিয়েছে ' তার ' আঁচলে ,
এখন আর রিমঝিম বৃষ্টি রইল না।
কিন্তু প্রকৃতি সেই রয়ে গেল।
আমি আমার মত কাজে লেগে পরলাম,
কিন্তু ' সে ' স্তির হয়ে রইল।
জানিনা আজ এমন কি হল, যে সকালটা এত সুন্দর শুরু হল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ