সর্বনাশা ফোনের নেশা

প্রতীক হালদার ✍️

ফোন ছাড়া আর চলবে নাকো 
ফোন না থাকলে সবই অচল,
বাজার জুড়ে রাজত্ব তার
তাকে পেলেই জীবন সচল।

ফোনের সাথে রোগ-ব্যাধিরা 
আজ যে বাড়ির দোর গোড়ায়,
অ্যাপগুলোও চালাক ভীষণ 
খুব সহজে মন ঘোরায়।

যন্ত্রণাটা হচ্ছে ঘাড়ের 
সমস্যাও চোখে ,
ঘুমের কথা ভূলে গিয়ে 
দু-চোখ ফোনে ঝোঁকে।

মনের ও যে হচ্ছে ক্ষতি 
পড়ছে ভীষণ চাপ,
ফোনের জন্য যায় এগিয়ে 
তবু সমাজটা এক ধাপ।

ফোন না হলে ঘুম আসে না
হয় না খাওয়া-দাওয়া,
ফোনের নেশায় মত্ত সবাই 
ফোনই চাওয়া-পাওয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ