অভিজিৎ চক্রবর্তী ✍️
যে বাবা জন্ম দিলো মানব শিশুকে।
তিলে তিলে মরছে বাবা হীন নরকে।।
নিজের রক্তে শিশুকে তিনি করেছেন লালন পালন ।
সে শিশু আজ বড়ো হয়ে করছে বাবাকে শোষণ।।
নিজে না খেয়ে কাঠ হয়ে শিশুকে করালেন ভোজন।
সে শিশু আজ জীবন্ত পিতার করছে অন্তদহন।।
প্রতিটি চাহিদা নিঃস্বার্থে করেছেন বাবা পূরণ।
ছেলের হাতে তিলে তিলে হচ্ছে তাহার মরণ।।
ভোগবিলাসী ছেলে তাহার মাটিতে পড়ে না পা।
কথায় কথায় শিখেছে দিতে পিতার আর্তে ঘা।।
বড়ো হয়ে ছেলের যখন হয়ে গেলো বিয়ে।
বউয়ের কথায় বাবার চোখে অশ্রু পড়ে বেয়ে।।
সংসার করেছে ছেলে, পৃথক হতে চায়।
মা বাবাকে দূরে ফেলে সুখের নৌকা বায়।।
চুপটি করে মুখ বুঝে কান্নায় ফেটে পড়ে।
ছেলে আমার বউয়ের কথায় গেলো দূরে সরে।।
সন্তান আজ ভুলে গেছে অতীতের সেই দিন।
অদ্ভূত রূপে শোধ করল বাবা মায়ের ঋণ।।
বাবা মা আজ নতুন করে সংসার বানাবে ।
শহর থেকে রিক্সায় চেপে বৃদ্ধাশ্রমে যাবে।।
আরও কত কীর্তি সন্তানের মা বাবা আছেন চেয়ে।।
একই সাথে থাকবে দুইজন সঙ্গী সাথী নিয়ে।
0 মন্তব্যসমূহ