✍️ অভিজিৎ চক্রবর্ত্তী,
মাথার উপর নিস্তব্ধ নীলাকাশ।
বুক চিঁড়ে তার শূন্যতা এক রাশ।।
সবুজের শেষে একাকার তার সাজ।
গুনছে প্রহর একাকীত্ব আজ।।
নীলগগনে ভাবনারা আজ সীমা থেকে সীমাহীন।
কঠোর সূর্যালোক উতপ্ত তাপ বেদনা অন্তহীন।।
বেলা অবেলা ভাসে মেঘের ভেলা একা একেলা সঙ্গীহীন।
আলো আধাঁরি খেলা রাতের জ্যোৎস্না বেলা জোনাকিরা বেরঙিন।।
আমি চাই আমার জ্যোতির বিন্দু আজই নিভে যাক।
কাটছে না দিন, লাগছে না ভালো সম্পর্কের ঘূর্ণিপাক্।।
মনের মণিকোঠায় সুপ্ত কাজল কালো ব্যাথা।
অধর জুড়ে ঢেউ খেলে যায় কত না বলা কথা।।
আগ্নেয়গিরি গলিত লাভা বেরিয়ে উথলে পড়ে।
চিল্কাহ্রদের লবনাক্ত জল পাহাড় বেয়ে ঝরে ।।
0 মন্তব্যসমূহ