গোমতী

✍🏻কুশল রায়
আঁকা বাঁকা পথ ধরে চলেছ দিবস রজনী
তোমার ঐ ছল ছল রূপেতে সকলে বিভাবরী ৷
সেই তীব্র গতিময় জল রাশি
কখনও কখনও মোদের মনে বাজায় আনন্দের বাঁশি ৷
ডম্বুর হতে উৎপত্তি হয়ে
মোদের রয়েছ চারিদিকে ঘিরে ৷
তোমার সৌন্দর্য ঐতিহ্য কিবা বর্ণিত হয় 
সকল ব্যক্তিই তোমার মাহাত্ম্য কয় ৷
পৌষ সংক্রান্তি হোক আর অন্য কোনো দিন,
তোমার ঐ পবিত্র জলে 
কত লোক স্নান করে প্রতিদিন ৷
তুমি মোদের ভালোবাসা
ত্রিপুরার ঐতিহ্য তুমি,
তুমি চাষিদের বন্ধু 
তীব্র গরমে যখন সব হয় মরুভূমি ৷
তপ্ত দিবস হতে রজনী
তোমার বন্ধু চাঁদ,সূর্য আর জামিনী ৷
তবু নিশিরাতে লাগে বড় ভয়,
কিন্তু তুমি জানো দিনের আলোয়
সেই তুমিই মোদের পরিচয় ৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ