কুমোরটুলিতে আজ জলমগ্ন,
শহর কলকাতা ডুবেছে অথৈ জলে।
হারিয়ে যাচ্ছে পূজোর আনন্দ,
সবার মনে সন্দেহ দানা বাঁধছে
কি হবে!কি হবে!
এদিকে বস্তিতে থাকা আমার দুর্গা-
দু'মুঠো ভাত ছেলের মুখে তুলে দেবে বলে
কোমর জলে দাঁড়িয়ে,
বাবুদের দরজায় আঁচল পেতে সাহায্য চাইছে!
সত্যি আজ এক দুর্গার আগমন- কালে জল বিপত্তি,
আর এক দুর্গার দু'মুঠো অন্নের
জন্য-
হাহাকার! শুধু হাহাকার!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন