✍️পৌষালী ভৌমিক
এই মুখর দিনে,
শীতল স্পর্শের স্পর্শ শীতে
রামধনু তার রঙ ছড়ায়।
বেরঙ আকাশের রঙিন কোনায়,
টিপটিপ বৃষ্টি আর ভেজা হাওয়া,
কী যেন চাইছে দেখ,কী যেন তার চাওয়া ।
স্পর্শিত হাতের সেই ভেজাভাব
স্মৃতিতে ঠাসা স্মৃতির অভাব
আশা তার নাম লিখেছে,
স্মৃতির সেই পাঠ শিখেছে
বয়ে বেড়ায় শীতল হাওয়া।
নিয়ে হাতে তার রঙিন নেশা
সবুজের আলোয় আজ জল মিশেছে,
আকাশের কাহিনী তাই সেথায় লিখেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন