আগমনী

    ✍️ সুবর্না চক্রবর্তী

এ যেনো শরৎরাণী
মেলে দিয়েছে তার রূপের ডালি। 
মৃদুমন্দ বাতাসে আজি শিউলি ফুলের সুবাস, 
কাশবন আর পেঁজা তুলোর আকাশ 
হাতছানি দেয় মেঘবালিকা কে কোন অজানা পথে।
 
ঢাকের তালে, ধুনুচি নাচে 
নতুন জামায় খুশির আমেজ। 
আকাশে বাতাসে পূজোর সাজ
ধরণী আজি মেতে উঠেছে আগমনীর সুরে। 

শরৎ আসুক সকল হৃদয়ে 
প্রেমের  বারিধারা হয়ে
দূর হোক তব সকল প্রতিবন্ধকতা 
জাতপাত আর বৈষম্য। 
মৃন্ময়ী দেবী চিন্ময়ী রূপে 
অনুপ্রেরণার প্রতীক। 

নবজাগরণে,  নবছন্দে
ঐক্য সম্প্রীতির মিলন মেলায় 
হর্ষ উল্লাসে মাতৃবন্দনায় 
মেতে উঠুক ভুবন 
সর্বমঙ্গলার আশীষ তব 
বিরাজ করুক সকল ভুবনবাসীর আঙ্গনে। 

৪।১০।২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন