স্মৃতিতে পার্বণ

           ✍️পিংকী দাস

মনে পড়ে ছোটবেলার পৌষের দিন 
কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা
কুহেলিকার চাদরে চারিদিক ঢাকা।

পূর্ব পানে তখনও সূর্য উঠেনি
খেজুর গাছে হাঁড়ি বাঁধা 
রসের গন্ধ ছড়ায় বাতাসে।

ঘরের দাওয়ায় সারিসারি গাঁদাফুল 
উঠুন মাঝে চালের গুঁড়ির আলপনা।

বুড়ির ঘরের ছাউনী কলাপাতায় গড়া
রাত্রি জেগে চলে গান আর ভোজন।

পৌষ সংক্রান্তির সারা বেলা
গাঁয়ে গাঁয়ে ফেরি কীর্তন
তিল্লাই-বাতাসা-কমলা লুফালুফি।

ঘরে ঘরে রকমারি পিঠে-পুলির বাহার
ভেসে আসে পায়েসের সুগন্ধ।
আত্মীয় স্বজনের আনাগোনায়
জমজমাট এ পিঠে উৎসব।

তবে সবই এখন স্মৃতির পটে আঁকা
মুছে যাচ্ছে গ্রাম বাংলার রীতি-নীতি,
পশ্চিমা হাওয়ায় বাঙালি মজেছে
খর্ব করছে নিজ জাতির সংস্কৃতি।

                           

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ