একচোখা

✍️গোপাল দে

ভাগ‍্য------
তুমি বড়ই একচোখা
একদিকে দেখো কেমন সুপ্রসন্নতা
সুমিষ্ট ফল আর আনন্দ উল্লাস।
দুহাত দিয়ে লক্ষীদেবী 
করে যাচ্ছেন স্বর্ণবৃষ্টি বর্ষণ।
ফুলে ফলে সুশোভিত কিছু রঙিন বাগিচা।

আর অন‍্যদিকে.....?
শুধু হতাশা,ক্ষোভ,আর অব‍্যক্ত যন্ত্রনা।
একচোখা নিয়তির বিধানে
জীবনের দৌড়ে এক আহত সৈনিক
নিত‍্য লড়ে যাচ্ছে।
মানুষ আপন ভাগ‍্যের স্রষ্টা ভেবে
সে আজও পথ চেয়ে আছে-----
ভাগ‍্য প্রসন্ন হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ