ভাষা দিবস

     
                   ✍️রেখা দাস
 
লিখব কিছু মন মেতেছে আজি মোর                      মনের মাঝে ছিল প্রবল জোর।
 21শে ফেব্রুয়ারি দিনটি ফিরে এল
 অতীতের স্মৃতি স্মরণ করিয়ে দিল ।
ভাষা আন্দোলনের শহীদদের জানাই 
আমার শতকোটি প্রণাম।
 কত লানছনা কত যন্ত্রণার পরিপ্রেক্ষিতে
জয়ের মুখ দেখেছিল সোনার বাংলাদেশ।
এদেশ মোদের দেশ এদেশ আমাদেরই বাংলাদেশ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ