✍️ জগন্নাথ বনিক
তুমি মাগো বিদ্যারদেবী,
শিব - পার্বতীর নন্দিনী।
বসন্তের ঋতুতে তোমার পূজা হয় মাগো,
বিশ্বরুপে - বিশালাক্ষি তুমি যে বিদ্যারদেবী সরস্বতী।
তুমি যে বিদ্যারদেবী সরস্বতী,
ছাত্রছাত্রীদের কন্ঠে ধারণ করে থাকো মাগো সর্বক্ষণে- সর্বস্তরে।
ছাত্রছাত্রীরা মনের আনন্দে মগ্ন থাকে,
তোমার পূজা করিবারে মোদের বিদ্যামন্দিরে।
বসন্তের ঋতুতে শ্রী পঞ্চমী তিথিতে,
বেস্ত থাকি ভোরের বেলায় ।
ফুলে,ফলে, বিল্লপত্র,আর আমের মুকূল নিয়ে সাজিয়ে রাখে,
তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবার বেলায় ।
পুষ্পাঞ্জলি দিয়ে,প্রসাদ নিয়ে ছুটে চলি পূজা পরিক্রমায়।
ছাত্রছাত্রীরা সবাই আনন্দ করে মাগো,
তোমার আরাধনায় ।
0 মন্তব্যসমূহ