স্বাধীনতা

                    
                  ✍️ সুমিতা স্মৃতি

যে ছেলেটা পথে পথে ভিক্ষে করে কাটায় দিন। 
সে কি জানে,স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা কতটা রঙিন? 

যে মেয়েটা পেটের দায়ে স্কুল ছেড়ে কাজে যায়। 
তার কাছে 'স্বাধীনতা' শব্দটি বড়োই অসহায়।। 

যে মহিলারা বৃদ্ধাশ্রমে কাটায় সারাজীবন। 
তাদের কাছে  প্রশ্ন করো স্বাধীনতা দেখতে কেমন? 

যে যুবক উচ্চশিক্ষিত হয়েও ধরছে নেতার পা। 
সে কি সত্যিই জানে, কাকে বলে স্বাধীনতা? 

যে দেশে জাতি ধর্মের আজও চলে বিদ্বেষ। 
এটাই কি আমাদের  বৈচিত্র্যময় ভারত? ঐক্যের দেশ। 

যে দেশে এখনো চলছে কন্যা ভ্রুণ হত্যা। 
এটাই কি স্বাধীন  ভারতবর্ষ?  এটাই স্বাধীনতা?

একটি মন্তব্য পোস্ট করুন