ঝরা বল্ক

    ✍️মিঠুন দেবনাথ
                                       
হে বসন্ত,তুমি আসো বারবার
প্রকৃতির রঙিন ঝলক হয়ে ,
তবুও তোমায় রাখা হয়েছে শেষ ঋতুতে l

তুমি আসবে বলেই ..
অর্জুন গাছ আজ বল্ক ছাড়তে শুরু করে,
উদিত সূর্যে ও অস্ত বেলার মধ্যে দিয়ে l

একটু একটু করে ঝলসে যাওয়া পাতাগুলোর
পুনরাবৃত্তি ঘটছে গাছের ডগায়,
তাই আজ নিস্তব্ধ l

তুমি জান?তোমার আগমনে ,
সমস্ত সাপেরা নতুন দিনের জন্য খোলক ছাড়ে
বর্জিত পুরোনো দিনের স্মৃতি ভুলতে l

হাজারো সুপারী গাছের ডগা থেকে
খসে পড়ে যায় সুপারী গাছের পাতা ,
খরা দিনে সমস্ত দুর্বৃত্তদের এই অবস্থা l

অনেক গ্রামের নদী ছড়া হারিয়ে ফেলে
তাদের অতীতের প্রবাহিত পথ ,
কারণ তাদের বুকে শূন্যতায় পূর্ণ l

শত গাছ তাদের সন্তানের জন্ম দিয়ে
লালন পালন করে যেতে অক্ষম ,
কারণ তারা মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে দিন দিনl

লক্ষ কাঙাল ভাইয়েরা খসে পড়ছে রাস্তায় ,
চারদিকে দুমুঠো খাওয়ার জন্য হাহাকার ,
যুবক ভাইদের উন্মাদনায় বন্ধ হবেই শেষবার l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ