বোঝা দায়

    ✍️শতাব্দী দেবনাথ 

যে ফুলের গন্ধে তরুণ 
প্রেমি শীতের চাঁদরে 
জোৎস্না ভরা রাতে 
ঝরাপাতাদের গান শোনায়,
 
অবসান ধূলিকণা যার 
অন্তহীন কবিতা, 
চিত্র যুক্ত রং যার 
তুলির টানে ছবিটা। 

যে ফুল গন্ধ বিহীন 
ঝরে যাওয়া ফুলকে 
নিয়ে ভাবাটা ও আকাশ ছোঁয়া। 

যেখানে পুরাতন প্রেমে নতুন 
হয়ে হাঁটা যায় না 
যে খানে মন বাঁধা যায় না, 
শোনাযায় দূর হতে 
ছন্দ ছাড়া নুপুরের কলতান !

তখন হাড়ের শরীরে 
ওই যে হৃদপিন্ডটা ও 
যেন অচেনা, অজানা।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ