✍️ অংকিতা বর্মণ ঘোষ
আজ প্রকৃতি কান্দে
যুবসমাজের মোবাইলের আনন্দে।
"ভোর হলো,দোর খোলো
খুকুমণি ওঠ রে,
ঐ ডাকে জুঁই শাখে
ফুল খুকি ছুটরে।"
এই ছড়া আজ অধরা!
পাখির কলরব আচ্ছন্ন করল
যুবসমাজের মোবাইলের সরব।
বিজ্ঞানের সৃষ্টি মোবাইলের বৃষ্টি,
বিজ্ঞান ও প্রকৃতি
মোদের জীবনের সঙ্গ,
সুখময় জন্মের এ দুটো অঙ্গ।
জীবনের শিক্ষা অক্সিজেন
বিনে কার্বন-ডাই-অক্সাইড ঋণে
তাই হৃদয়ের রেখায়
দুটিকেই যেন দেখা যায়।
প্রকৃতির ক্রন্দন দুঃখের বন্ধন
এই লাইন হৃদয়ে কর গান।
0 মন্তব্যসমূহ