✍️ মাধুরী লোধ
আমি তোমাকে পাশে চাই
ভিত্তি প্রস্তর আর ফিতা কাটার এলবামে
ঝুলন্ত পুল এ লোহা লক্কর এ নাড়ীর যোগ
উচ্ছাস আনন্দ চূড়ান্ত ব্যসত তায়
সনাক্ত হবে প্রবাহমান নদীর অগ্নি রথ ।
আমি তোমাকে পাশে চাই
গুড মর্নিং ,গুড ইভিনিং ,গুড নাইটে
অভিন্ন বন্ধন যেনো শতমূলী ছড়া
ভুলিয়ে দেবে ত্রিতাপ জ্বালা
আছে শুধু না বলা কথায় মূকাভিনয় ।
আমি তোমাকে পাশে চাই
পূর্ব , পশ্চিমে উত্তর দক্ষিণে
কবি ও কবিতা ও লিটলম্যাগে
নিঃসঙ্গ নদী তীরে অশান্ত ঘূর্ণাবর্তে
হৃদয় ডালে বসন্ত কোকিল স্বরে ।
আমি তোমাকে পাশে চাই অজাতশত্রু হঠাতে শেখা যুদ্ধ কৌশল
জাকির হোসেন, আমজাদ আলী,বা বিসমিল্লা খান
মাদার টেরিজা , বৈষ্ণব পদাবলী বা
মানুষ বনাম মনুষ্যত্বে
আমি তোমাকে পাশে চাই
ঠাকুর ঘরে শোবার ঘরে , বারান্দায় , বাড়ির আনাছ কানাচে , শেষ বিদায়ের মৌন মিছিলে পরম সাথী সবুজ সাথীর ন্যায় ।
0 মন্তব্যসমূহ