✍️স্বৈপায়ণ দেব
মানুষ বড়ই নিষ্ঠুর জাতি,
নিষ্ঠুর এই সমাজ পরিপাটি।
নিষ্ঠুর আমি,
নিষ্ঠুর তুমি,
নিষ্ঠুরতায় অধোগামী।
এই নিষ্ঠুরতার জেরে
কিভাবে যে অকালে মরে ?
মায়ের কোল শূন্য করে
আত্মহত্যা সে করে,
কি নিষ্ঠুরতাই করে।
নিষ্ঠুর তো সেও
যে করেছে তাকে হেয়।
ভুলে-যাও-তাকে,
পরোনা আর পাকে।
আর নয় রুখে দাঁড়াও
নিজেকে এবার সামলাও,
নিজের বান্ধব নিজে হও
না হয় নিষ্ঠুর আরো হও।
কিন্তু এই নিষ্ঠুরতার জেরে
ছেড়ে যেও না তারে,
যে লালন পালন করে
বাঁধলো তার সকল স্বপ্ন
শুধু তোমার তরে।
0 মন্তব্যসমূহ