গুচ্ছ কবিতা

   ✍️ অসীম দেববর্মা

         (১) 
এক জীবনের পুঁজি 
শেষ হয় একটি ঘর
        তৈরিতে, 
তুমি অনুতপ্ত নও
 নিমিষে সেই ঘর  
       পুড়াতে! 
__________________
        (২) 
ঘেঁষা দেওয়াল গুলো আগের
মতো আর মনের কথা বলতে   
            চায় না, 
পড়ন্ত বিকেলে ইমারতের 
আবছায় ঘামে সিক্ত দেহের 
খবরাখবর নেয় না। 

            (৩) 
কথা দাও যাবার বেলায়
দেখা হবে আমাদের দুজনায় 
উপবনে ফুলেদের রঙ নিয়ে 
প্রজাপতি তার পালকে যেভাবে রঙিন করে 
তুমিও আমার বে-রঙিন জীবনকে রাঙালে ভালোবাসার রঙে
তোমার নামের আতর জড়িয়ে রাখতে চাই আমার নামের সঙ্গে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ