✍️ গৌরাঙ্গ সরকার
যারে তুমি লাল টিপ দিতে পারোনি,
তবে তারে নিয়ে কেন স্বপন দেখো?
মন তুমি কী আশায় তারে ছাড়োনি?
সখী থাকে মোর মন ঘরের কোণে।
কী ভরসায় মন প্রেমের বাঁধন বুনে!
শুধুই করো বিরহের প্রলাপ, সুখের ঘর বাঁধোনি।
যারে তুমি লাল টিপ দিতে পারোনি।
এখন তুমি একলা ঘরে কবিতা লেখো।
রাত আঁধারে স্বপ্ন দেখে কান্নায় চোখ মাখো!
তার আশায় ভাঙা হৃদয় নিয়েও মরোনি!
যারে তুমি লাল টিপ দিতে পারোনি।
মাঝে মাঝে চোখের নদীতে কেন বন্যা আনো?
কখনো নিশিত রাতে ঘুম ভেঙে ভাসো কেন বানো?
মুচে দাও তারে, দূরে কেন রাখনি?
যারে তুমি লাল টিপ দিতে পারোনি।
1 মন্তব্যসমূহ
দারুন
উত্তরমুছুন