সমুচিত জবাব

    ✍️ অনুকূল দেবনাথ 

হে যুবক নব ভারতে দিশারী তুমি
এক অনন্য নক্ষত্র তুমি।
তুমি আছো কাজে অবিচল
সব ভাবে তুমি-ই  নিশ্চয়। 
বুকের পাটা কাকে বলে?
দেখিয়ে দাও কার্যক্রমে।
ভারত মায়ের বীর সন্তান
তোমায় জানাই শত প্রণাম।
তুমি এগিয়ে যাও ভাই আছে সাথে সবাই
তোমায় সবাই নিয়ে যাবো জগৎ সভায়। 
আজ যেদিকে চাই শুধু প্রতিবাদ পাই
যুবক ছাড়া মোদের বিকল্প নাই।

একটি মন্তব্য পোস্ট করুন