ময়ূখের কিরণ

✍️উজ্জ্বল ভট্টাচার্য্য
জীবন অনেকটাই ছোটো।
ঠিক কাগজের প্লেইনের মতো।
মিছি মিছি এতো প্রত্যাশার মিছিল,
স্বপ্ন তো রোজ মাছ খেকো চিল।
কখনো কখনো চোখে পড়ে  বুঝি
সামলে ফেলার ব্রিজ,
মানিয়ে নিতে নিতে ঘুম ভেঙে যায়
কান্না জমায় ফ্রিজ।
আলতো নিশি বুক ভেঙে দেয়
মুখের ওপর কাঁথা চাপা,
জানালা দিয়ে চাঁদ ছুঁয়ে দিই
শত নগরীর আমিই ক্ষ্যাপা।
বিন্দু শোক জমিয়ে রাখি
হেঁচকা টানেই তো জীবন,
খেয়াল বিহীন ভাষাই বলুক
ফিরুক এবার ময়ূখের কিরণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ