✍️ সুস্মিতা দাস
আজ ঝড় উঠবে এ তো জানা কথাই
আজ যে ঝড় উঠারই দিন
সকল ভালবাসার নদী আজ কূল ছাপিয়ে যাবে,
সাথে নিয়ে পৃথিবীর যাবতীয় সভ্যতা
আকাশ ও আজ নুয়ে পৃথিবীর বুকে জীবন জিজ্ঞাসায়,
পৃথিবীতে অযাচিত যা কিছু আছে সব যেন আজ ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে যায়,
বুক বেঁধে রাখ সন্তানেরা
মায়ের স্নেহও কিন্তু অযাচিতই
অফুরন্ত,সব হিসেব - নিকেশের বাইরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন