স্বাধীনতা

         
                          ✍️শুভ্রা দেব

স্বাধীনতা, তুমি পূর্ব দিগন্তে উদিত রবি 
তোমায় নিয়ে কবিতা রচে কতো হাজার কবি
তুমি মায়ের বুক ভরা আশা,
প্রেয়সীর ভালোবাসা 
সন্তানের মুখের দীপ্তমান হাসি।
স্বাধীনতা,তুমি আমার ভাইয়ের রক্তে ভেজা মাটির গন্ধ,
কফিন বন্দী বীর শহীদের দেহ-
হাজারো সৈন‍্যের রক্তে রাঙা উড়ন্ত তেরঙ্গা
তুমি কবিগুরুর কলমে 'ভারততীর্থ'
বিদ্রোহীর কন্ঠে ধ্বনিত 'কান্ডারী হুশিয়ার '।
স্বাধীনতা, তুমি নবীন ভারতের প্রাণ,
তোমাতে বজায় আজও প্রাচীন ভারতের ঐতিহ্য 
ইতিহাসের প্রতিটা পাতায় পাতায় রয়েছে লেখা 
তোমায় ঘিরে কতো হাজারো অমরত্বের জয়গান ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ