✍️ মনচলি চক্রবর্তী
আমি পাখি হবো
উড়ে উড়ে যাবো।
নীল দিগন্ত জুড়ে
পাখা মেলে উড়ে।
নেই কোনো খাঁচা
মুক্ত হয়ে বাঁচা।
দিক দিগন্তে মিশে,
যাবো আনন্দে ভেসে।
দূরে দূর দূরান্তে,
একবারে শেষ প্রান্তে।
সীমানা টুকু ছাড়িয়ে
ডেকে যাবো চেঁচিয়ে।
নেই কাঁটাতার সীমানা
আসীমে আমার ঠিকানা।
নাচবো স্বাধীনতার আনন্দে
মুক্তির গানকরবো ছন্দে।
আমি পাখি হবো
পরাধীনতার শিকল ছিড়ে,
ডানা মেলে বেরাবো
মুক্তির আনন্দে উড়বো ।
0 মন্তব্যসমূহ