স্বাধীনতা


                   ✍️শম্পা ঘোষ

শহীদের রক্তে ঋণী স্বাধীনতা
আজ বন্ধ্যা তবু স্মরণ সভায়
নীলকর সাহেবের জুলুম বা
রোজ রোজ মূল্যবৃদ্ধির খেসারদে-
মানুষের স্বাধীনতা শৃঙ্খলিত
আজও ইতিহাসের পুনরাবৃত্তি মাত্র,
একজোটে বহিরশত্রু নির্গমনে যে মুষ্টিবদ্ধ আওয়াজ জেগে উঠেছিল তাকে ভুলি কেমন করে?
সকল অচলায়তন ভেঙে আবারো জাগিও-  স্ব-অধীনতার মন্ত্রে গর্ব করে শহীদের রক্তে ললাট কোনে এঁকে দিই বিজয় স্মারক সত্যিকারের স্বাধীনতার ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ