✍️গৌরাঙ্গ সরকার
বাবাহারা রঞ্জিত শহরে গিয়েছিল একটি চাকুরির খুঁজে। পকেটে টাকা ছিল না। পুরনো বেগে পুরনো ৫টা ১০ টাকার নোট ছিল। যাওয়ার সময় মা'র কাছ থেকে ১০০ টাকা চেয়ে নিল। আবার ২দিন পর যেতে হবে, তাই টাকা বাঁচানোর জন্য বাড়িতে ৫০ টাকা দিয়ে কোনোরকম ফিরে এল। আসতেই তার বোন বলে উঠলো "দাদা, একটু হাতটা দে, আজকে রাখিপূর্ণিমা " এই বলে রাখি পড়িয়ে দিল। রঞ্জিত মনে মনে বলছে, "আমার তো মনেই নেই। নে বোন, এই ১০০ টাকাটা রাখ্, বেশিকিছু দিতে পারলাম না।" বোন- "আচ্ছা দাদা।" ২দিন পর রঞ্জিত তার এক বন্ধুকে কল করে বলছে, "১০০ টাকা পাওয়া যাবে ভাই?" বোন অন্য ঘর থেকে শুনে রঞ্জিতের দেওয়া টাকাটা বের করে বলছে, "দাদা, ঘর ঝাড় দিতে গিয়ে তোর ঘরে ১০০ টাকা পেয়েছিলাম, এই নে।"
রঞ্জিত- "আমার ঘরে তুই টাকা পেলি কোথায়?" রঞ্জিত ব্যাপারটা বুঝেও না বোঝার অভিনয় করছে, অসহায় হয়ে টাকাটা নিয়ে নিল। হয়তো বুকে পাথর রেখে টাকাটা নিতে হল।
এটাই ভাইবোনের ভালোবাসা। একজনের পকেট খালি কিন্তু বোনের জন্য ভালোবাসার পকেট ভরপুর। আর আরেকজনের মুখে সুখ না মেখে দাদার জন্য নিজের সুখ ত্যাগ করল। একজন সৈনিক(ভাই) আরেকজন দেশমাতা(বোন) ।
0 মন্তব্যসমূহ