স্বাধীনতা


                  ✍️সুস্মিতা সরকার

মানুষ হিতে মানুষের জন্য
নয়কো কোনো পরাধীনতা ।
মানুষ কূলে জন্ম মোদের 
মানুষের কুলে প্রয়াণ  ।
স্বাধীন ভাবে বাঁচব সবে
এই যে মোদের জন্ম স্থান ।
ভারত মোদের জন্ম ভূমি
ভারত মোদের গর্ব ।
ভারত হীতে জীবন দান 
এইতো মোদের গর্ব । 
স্মরণীয় সব ব্যক্তির্বগ  
ভারত হীতে যারা দিয়েছে জীবনের বলিদান
তাদের প্রতি মোর শত শত প্রনাম । 
যারা আজ ও  নিজের জীবনের বীনিময়ে 
করছে ভারতমাতার সেবা  ।  
তাদের প্রতি মোর শত শত প্রনাম ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ