স্বাধীনতার সোপান


            ✍️মণীষা গুপ্ত পাল 
 
দুশো বছরের ইংরেজ শাসনের পরাধীনতার নাগপাশ থেকে মুক্তি পেল যেদিন আমাদের দেশ মহান ভারত বর্ষ --
সে দিনটা ছিল চিরকাঙ্ক্ষিত, বিপ্লবীদের দীর্ঘ লড়ায়ের সুফল, মুক্তির সুখ ।
অসংখ্য প্রাণের বিনিময়ে যারা সেদিন স্বাধীনতা এনেছিল বুকে করে ,
স্বাধীন দেশের স্বপ্ন নিয়ে অকালে তাদেরই প্রাণ ঝরে ছিল।
 কত মায়ের মমতার বন্ধন ছিন্ন করার কাহিনী,
 কত মেয়ের আত্মসুখ বিসর্জনের গল্প-
 ইতিহাসে আজও অমলিন।

 সময়ের সোপান বেয়ে আজ আমরা স্বাধীন ,
স্বাধীনতা দিবস আমাদের জাতীয় উৎসব।
 কিন্তু আমরা কতটুকু হয়েছে স্বাধীন? অপেক্ষার চাদর বিছিয়ে আজও আছি মুক্ত আকাশ দেখার জন্য।
 এসো, আজ শেষ শ্রাবণে মুক্তির বারিধারায় স্নাত হই আরো একবার, স্যালুট জানাই সেইসব আত্মত্যাগীদের, সেইসব মহান সংগ্রামীদের  ,যাদের ত্যাগ ও তিতিক্ষায় পরবর্তী প্রজন্ম মুক্ত আকাশ পেয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ