শ্রাবনের বৃষ্টি ধারা

 
 ✍️ সুধীন দাশ গুপ্ত

শ্রাবনের বৃষ্টি ধারা 
আমি যে আপন হারা। 
ধেয়েছো কালো মেঘে 
ঝরবে এবার প্রবল বেগে। 
ঝিম ঝিম ঝিম পরছো ঝরে 
বাতাস শীতল করে। 
হঠাৎ এসে কালো মুখে 
আছো তুমি আপনি সুখে। 
আকাশটাকে করে কালো 
ঢেকে রাখো স্বচ্ছ আলো। 
তোমার ঐ বৃষ্টি ধারা 
আমি যে আপন হারা। 
আসো  তুমি  ফিরে ফিরে 
জগৎ টাকে রাখছো ঘিরে। 
এ কেমন তোমার ধারা 
ঢেকে দাউ সকল তারা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ