অন্তঃসত্বা


✍️ সংহিতা চৌধুরী

আমি অন্তঃসত্ত্বা হওয়ার কিছুদিন পরেই আমার স্বামী একটি নতুন শাড়ি কিনে আনে। খুশি যেন আর ধরে না।প্রথম যেদিন আমার নাড়ি ছিঁড়ে বেড়িয়ে আসবে সেইদিন শাড়িটা আমি পড়ে তাকে বুকে জড়িয়ে ধরবো। কিছুদিন পরেই আমার ডেলিভারির সময় এগিয়ে এলো। আমার শরীর আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। যথাসময়ে আমি যার তত্বাবধানে ছিলাম সেই লেডি ডক্টর আমার পরিবারকে এসে বললেন যে, যথাসাধ্য চেষ্টা করেও সুতপাকে বাঁচাতে পারিনি। সুতপা বলে গেছে,"আমার কিছু হয়ে গেলে বেবিকে  আমার স্বামীর কোলে তুলে দিও"। তাই হলো।"শাড়িটা আমি পড়েছি ঠিক, তবে নাড়ি ছেঁড়ার কষ্ট চিরতরে ঘুচে গেলো আমার"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ