মুখোশের আড়াল


   ✍️  সংগীতা দেওয়ানজী

ভালো থাকার মুখোশ  
ও তোমার নিরবতা
বড্ড  বোঝা মনে হয়
একেক সময় ।

মেঘ ভার চোখের কোটর
বেয়ে  আশ্বাস বিশ্বাস নিঃশব্দে বৃষ্টিি হয়ে 
ঝরে পরে ।

নিশ্বাসের সংগে কিছু
শব্দ ধোঁয়া হয়ে ছড়িয়ে
পরে বলতে চায়-
তোমার থেকে তোমাকে চাই
একবার খোলস ভেংগে
বেড়িয়ে এসো,
জীবন তো একটাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ