✍️ সুমন্ত দেব
প্রথম আলো দেখা
প্রথম স্নেহ স্পর্শ অনুভব
নিশ্চিন্ত ঘুমের অনুভূতি
প্রথম হাসি ভরা মুখ
সব কিছুই তুমি মা।
জঠর জ্বালার অবসান
অমৃত জীবন সুধা পান
প্রথম মুখের বুলি
সেই চেনা গন্ধের টান
সব কিছুই তুমি মা।
দিনের শেষে কাজের অবসান
পরম আনন্দে তোমার কোলে
তোমার মিষ্টি কন্ঠে সোনা
ঘুমের দেশের সেই গান
সব কিছুই তুমি মা।
পৃথিবীর যত মায়া বন্ধন
মুখোশের আড়ালে থাকে
স্বার্থের মায়াবী মায়াজাল
একমাত্র নিঃস্বার্থ আপনজন
শুধুমাত্র তুমি মা।
দুঃখের সাথী ব্যথার আশ্রয়স্থল
আনন্দে বিরহে পরিবর্ধনে
কোলাহলে নীরবে নির্জনে
প্রতিটি মুহূর্তে ভরসারস্থল
সব কিছুই তুমিই মা।
মা তুমি সন্তানের অস্তিত্ব
মা তুমি সন্তানের ব্যক্তিত্ব
মা তুমি তুমি সৃষ্টির মূল তত্ত্ব
সব কিছুই তোমায় ঘিরে মা।
0 মন্তব্যসমূহ