✍️ কৃষ্ণ ধন শীল
হে বীর যুদ্ধবাজ,
জেগে ওঠো আজ,
এসেছে সময়,
তুচ্ছ করে মৃত্যু ভয়,
জেগে ওঠো জেগে ওঠো শুভের সাথে,
সত্যব্রত হয়ে উজ্বল আলোক হাতে,
অহিংসা মনে আনো আর হও নিষ্ঠাবান,
হৃদয়ে একতার ধরো সুর-তান।
ভাঙতে হবে আজ যত বেড়াজাল,
প্রাচীর ভেদাভেদের,স্বার্থের মায়াজাল,
অন্যায়কে করতে হবে আজ নিমেষে দমন,
সুখ বিলিয়ে দুঃখ জনের করতে হবে যে হরণ,
হে প্রস্ফুটিত বীর তোমার হবে জয়,
হিংসার আজ দেখি আমি নিশ্চিত পরাজয়,
ভীষণ যুদ্ধ করে সব যুদ্ধের শেষ টানো,
প্রাচীন জটলা শিকড়ে ভয়ংকর আঘাত হানো।
0 মন্তব্যসমূহ