✍️ সুজন দেবনাথ
জীবনের অনেকটা পথ হেঁটেছি,
খুঁজে পাইনি আজও সেই পথ
যার বুক জুড়ে রয়েছে শুধু
নিঃস্বার্থ প্রেম আর ক্ষয়হীন ভালোবাসা।
হৃদয়ের গহীন কুন্ডে অদৃশ্য
অনুতাপের তুষের আগুনে আমি দগ্ধা।
মাঝে মাঝে ভীষণ ইচ্ছে করে
জীবনের বুক চিরে নিজেকে
ছুড়ে ফেলি অসীম শূন্যতায়!
না পারিনি, আমি পারিনি তো
নিজের অস্তিত্ব কে বিলীন করে দিতে।
চাইনি কখনো কাপুরুষের মতো
নিজেকে নিয়ে বাঁচতে,
তবুও শত চেষ্টায় আমি ব্যার্থ!
জীবনে আজও পারা যায়নি
সবারে ঐক্যের বন্ধনে বাঁধতে।
0 মন্তব্যসমূহ