কোনো এক দিন

✍️ স্বপন দেবনাথ 

কোনো এক দিন, কোনো এক হেমন্ত বা বসন্তের পরশে,
যদি হয় তোমার সাথে দেখা এই পৃথিবীর পরে ;
যদি হয় তোমার সাথে প্রেমালাপ কৃষ্ণচূড়ার নীচে
তবে দুজনেই হারিয়ে যাব প্রেমের অতল সমুদ্রে।
তখন দুজন দুজনার দৃষ্টির স্বাদ আস্বাদন করব 
একে অপরের ভালোবাসার শৃঙ্খলে আবদ্ধ হয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ