✍️ স্বপন দেবনাথ
কোনো এক দিন, কোনো এক হেমন্ত বা বসন্তের পরশে,
যদি হয় তোমার সাথে দেখা এই পৃথিবীর পরে ;
যদি হয় তোমার সাথে প্রেমালাপ কৃষ্ণচূড়ার নীচে
তবে দুজনেই হারিয়ে যাব প্রেমের অতল সমুদ্রে।
তখন দুজন দুজনার দৃষ্টির স্বাদ আস্বাদন করব
একে অপরের ভালোবাসার শৃঙ্খলে আবদ্ধ হয়ে।
0 মন্তব্যসমূহ