কেউ শোনেনা

 ✍️ কৃষ্ণকুসুম পাল

আমি পাহাড়কে বলি-
আনন্দে নাচো,
আমি সাগরকে বলি-
ধ্যানে মৌন হও,
আমি বাতাসকে বলি-
তুমি ঘুমাও,
আমি আকাশকে বলি-
তুমি কথা কও।
             #
কেউ শোনেনা কথা,
সকলে ভাবে আমি পাগল,
শুধু তুমি আমার সব শোন,
তাই তুমি আমার পাহাড়,
তাই তুমি আমার সাগর,
তাই তুমি আমার বাতাস,
তাই তুমি আমার আকাশ,
তুমি প্রেম,তুমি প্রাণ,তুমি জীবন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ