তোমার কাজই করি প্রভু (গান)

✍️ প্রসেনজিৎ পাল 

তোমার কাজই করি প্রভু 
তোমার কাজই করি,
করাও বলে করি আমি 
ওগো অন্তর্যামী। 

তোমার অনুগ্রহে আমি 
এ-পথ দিয়ে চলি,
তোমার আশীর্বাদেই প্রভু
কিছুতেই না টলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ