নিস্তব্ধ রাত


রূপঙ্কর পাল ✍️

হেঁটেছি একসাথে, বহু স্বপ্ন পার
তারার আলোর সাথে গল্প হাজার;
রাতের পর রাত, মুঠোফোনে জীবন
ভোরের আলোতে ঘুমের ছাপ,
এইতো যেনো সেদিন...

অমানিশার কালো ছায়া ঝাঁপটে ধরে,
আলো নিভে, হাতড়ে বেড়ানো সুখ―
প্রতি রাত নিস্তব্ধ, চারদিক শূণ্য
অন্য পথে তার হাঁটার শব্দ কানে
ভালোবাসার গলা টিপে হত্যা;

যোগ্যতার মাপকাঠিতে, 
হেরে যাওয়া সব, হিসাব নিকাশে
পরিণত শবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ