দিব্যেন্দু নাথ ✍️
যে ক'টা রাত
শিশির ঝরে আকাশ হাল্কা হয়
সে-ই তো শীতকাল
তোমার শুষ্ক ঠোঁট
প্রেমরঙা আলিঙ্গনে
সতেজ হয়ে উঠে লতা ভেজানো কুয়াশায়
আমি শুধু চেয়ে রই ধানভাঙা
নীল হারানো ধুয়াশাভরা মাঠে
টুস্-টাস্-হুস্ শব্দে
শিশির বিন্দু ভেঙে
বেজে উঠে পাতায় পাতায়
বিষাদের গান নাকি - মনভোলানো তান ওঠে
বুঝা মুশকিল !
প্রভাতী আর আজানের সুরে
সূর্যটা-ও কেমন ভয়ে ভয়ে জাগে
তবুও
গানে গানে মুগ্ধতা ছড়িয়ে
পাখিরা-ভরবী গায়
নৃত্যালাপে অলির সঙ্গে বিহঙ্গও সাজে
শিশির কণার নূপুর পায়ে
আমি শুধু চেয়ে থাকি
যান্ত্রিক কোলাহল ভুলে
তোমার নীল হারানো ধূসর রঙা আঁচলে।
0 মন্তব্যসমূহ