✍️কৃষ্ণ ধন শীল
এসেছে বসন্ত, এসেছে ফাগুন,
দূর পলাশ বনে যেন ছেয়েছে আগুন।
কৃষ্ণচূড়া রাঙা হয়ে খিল খিল হাসে,
অঙ্গ আমার পোড়ায় যেন বসন্ত বাতাসে।
অশোক রক্তকাঞ্চন হিমঝুরি আর মহুয়া,
হাওয়ার নেশায় হৃদয়ে দাগে আলতো ছোঁয়া।
কুসুম কলির বাহার আর কোকিলার কুহুতান,
ভরে ওঠে আঁখি আমার জুড়ায় গো পরান।
ছোট নদীটির ধারে মৃত্তিঙ্গা ঐ বাঁশের ঝারে,
ঝিরি ঝিরি পাতা রবে তার নির্জনতা হরে।
আম্র মুকুলে মৌ মৌ করে জুড়ে যত অলি,
শুষ্ক মাঠে ছাড়ে নি:শ্বাস চিকন রোদের ফালি!
সজিনার শুভ্র ফুল যেন হিম সাদা তার বাহার,
অলি ভ্রমরা যত নৃত্য গীতে ফুলে ফুলে করে যে আহার।
বসন্তের মধুর সমীরণ মন্দ মন্দ প্রতি প্রভাতে,
মিলনের আশা জাগে গো মনে মধুর এ চৈতে।
বসন্ত মানেই আনন্দ গর্বের একুশের ফেরি,
শ্রদ্ধাভরে চিত্তপটে শহীদ বীরদের স্মরণ করি।
পতত্রী দলের গীতে দোল-হোলী এসে যায়,
যার জন্য মন আমার থাকে অপেক্ষায়।
নব মুকুল নব কুঁড়ি আর নব নব কিশলয়,
বসন্ত পাখীর নব তানে যেন মুখরিত মলয়।
নভের ছায়া পড়ে সলিলে,আসে সিক্ত মাটির ঘ্রাণ,
আমার বসন্ত মানেই কূজন কলতান আর কুহুতান।
0 মন্তব্যসমূহ