গঙ্গাকলমে


              ✍️ রাজেশ পাল 

নিশিকান্ত বাবু আজ বড্ড খুশি, অনেক দিনের আশা ছিল মা গঙ্গার জলে স্নান করার, আজকে সেই বাসনা বাস্তবায়িত হবে।
ওনি শুনেছিলেন গঙ্গায় স্নান করলে নাকি সব পাপ খন্ডন হয় । গঙ্গায় জলে ডুব দিয়ে তিনি আজ অনেক আপ্লুত । হাসি মুখে পারে উঠতে উঠতে দেখতে পেলেন একজন সন্ন্যাসী তার শিষ্যদের বলছে ,"অন‍্যকে ঠকিয়ে সৎ সাজা যায়, মহৎ হওয়া যায়না"  এইকথাটা শোনা মাত্রই নিশিকান্ত বাবু স্থির হয়ে গেলেন মনে পড়ে গেল অতীতের স্মৃতি কিভাবে তিনি তার মা -বাবা কে ভিটে ছাড়া করেছিলেন সম্পত্তি হাতিয়ে নেবার পর ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ