✍️ সুব্রত দও।
ভালোবাসা হয়তো এটা নয়,
যে ভলোবসা সাধারনত আমরা বাসি।
হয়তো অন্য এক অনুভূতি নিয়ে জন্ম নেয় মনের কোনে নিজের অজান্তে।
অনেকটা পথ একসাথে হেঁটেও হয়তো তা আমরা বুজতে পারিনা।
আনমনা মনে বন্ধুত্বের হাত বাড়িয়ে অনেকটা পথ চলা,
সে এক অনন্য অনুভূতি।
কাঁধে কাঁধ মিলিয়ে,হাতে হাত রেখে এক সুরে পথ চলা।
নতুন এক স্বপ্নময় জগতে আনন্দের ছটায় অবাধ বিচরণ।
এক নির্মল সম্পর্কের বাঁধনে যেন আবদ্ধ দুটি প্রাণ।
সে এক অনন্য সুখ,যা হয়তো ব্যক্ত করার মতো নয়।
এক পরম সুখে মাতোয়ারা বন্ধুতের সেই সম্পর্কটি।
হয়তো তখনো বুজতে পারিনি নিজের ভালোবাসার কথাটা।
নিজের মনের অজান্তে একটু একটু করে কখন যে শুক পাখিটি দাঁনা বেঁধেছিল বুজতেই পারিনি।
তবুও নিজের মনের সেই ভাবনাটা অস্বীকার করে বেড়াচ্ছি তখনো।
কারণ সে তো আমার ভলো বন্ধু,
এর বেশি তো কিছু নয়!
বন্ধুতের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন সে প্রশ্ন করেছিল ,
আমাদের সম্পর্কটা আসলে কী?
তখনো হয়তো আনমনা মনটা উত্তর খুঁজে বেড়াচ্ছিল।
হয়তো দুজনেই দুজনকে ভালবাসতাম কিন্তু কেওই বুজতে পারিনি নিজেদের ভালবাসা।
কেওই বলতে পারিনি নিজেদের ভালবাসার কথা।
হয়তো ভয় ছিলো,বন্ধুত্বই না শেষ হয়ে যায়।
সানাইয়ের সুরে বন্ধুতের অন্তিম লগ্নে,
যখন বিদায় জানাচ্ছিলাম,তখন মনটা দোলা দিয়ে উঠেছিল।
শিয়রে উঠেছিল শরীরটা,আমার সমস্থ পৃথিবী যেন বদলে গেল মুহূর্তের মধ্যে।
নিজের হৃদয়টা তখন প্রশ্ন করছিলো,
এটা ভালোবাসা নয় তো আর কী?
তখনো অস্বীকার করছিলাম নিজের প্রতি নিজেকে!
সে আমার ভালো বন্ধু,ভালোবাসা নয়!
তখন হয়তো ভাবছিলাম,আমি যা ভাবছি সেও কি তা'ই ভাবছে!
হয়তোবা না!!!
না ভাবাটাই হয়তো স্বাভাবিক,কেননা এখন তার অন্য পৃথিবী হয়েছে।
কিন্তু,নিজের অশ্রু কণাগুলি যখন আমাকে প্রশ্ন করেছিল .....
এতদিন যাকে(অশ্রু)আগলে রেখেছিলে চোখের কোনে,আজ তাকে কেন ঝরতে দিলে?
এ ভালোবাসা নয় তো আর কী?
তখন সেই প্রশ্নের উত্তর,
তখন সেই প্রশ্নের উত্তর হয়তো আমার জানা ছিলোনা!
অভিমানে সে যেন ঝরে পড়লো আরো অঝোরে।
তার সেই প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি1(এটা ভালোবাসা নয় তো আর কী?)
হয়তো এটাই ভালো বন্ধুত্ব।
0 মন্তব্যসমূহ