✍️ অন্তরা ভট্ট
অদম্য উদ্দম তার এগোয় বাঁধা ঠেলে
সহস্র বিপত্তি আর মানছে না
কোনো ভাবে।
ভিষণ ঝড়ের প্রখর বাঁধা
মানছে নাতো কেউ
ছোট্ট একটি কুঁড়ি পাতা
বদলে দিল ঢেউ।
গাছের ডালের শাখারা সব
নড়বড়ে হয়ে আছে
ভাবছে কবে ঝড়বে সে সব
শুস্ক পাতার ভারে।
আসবে নতুন কুঁড়ি
ফুটবে রঙিন ফুল
জুটবে অলি কুল।
রঙিন স্বপ্ন নিয়ে
বাঁচবে আবার মূল।
0 মন্তব্যসমূহ