টগরের আর্তনাদ



                 ✍️পাপিয়া দাস

গ্রীষ্মের আগমনের  সাথে সাথে
টগর, বেলি, চাঁপা ফুঁটিল গাছে গাছে।
পূজা দিতে গিয়ে গাছের সাথে,  ফুলের সাথে 
কথা বলি মাঝে মাঝে।

একদিন দুপুরে টগরের দিকে তাকিয়ে দেখি
কলি হয়ে  রয়েছে,ফুটে নি ফুলের মত,
জিজ্ঞেস  করি এমন হয়ে আছো কেন?
শুনি তারপর টগরের আর্তনাদ  যত।

গ্রীষ্মের দাবদাহে তপ্ত জীবন
বৃষ্টি নেই কে আমায় দেবে জল
প্রকৃতির উপর ভরসা করি 
তাইতো আমি থাকি  উজ্জ্বল।

কিন্তু প্রকৃতি আজ শুকিয়ে আছে
বৃষ্টি নেই  ফুটতে তো ইচ্ছে  আমার 
রোজ জল দিও তুমি আমায়
ফুটব ফুল হয়ে অঞ্জলি  হব দেবতার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ