উনিশ

                      ✍️ বিপ্লব গোস্বামী

  উনিশ মোদের স্বাভিমান
  উনিশ মোদের আহংকার,
মাতৃভাষায় লিখতে-পড়তে
উনিশ দিয়েছে যে অধিকার।

উনিশ মোদের আত্মমর্যাদা
উনিশ মোদের মান-সম্মান,
উনিশ মোদের আত্মাভিমান
তাই উনিশের গাই জয়গান। 
  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ