✍️ রিপন সিংহ
নিঃসঙ্গ এই দুপুরে আমি একা বসে
আছি কোন এক সরোবরের তীরে,
আছি কোন এক সরোবরের তীরে,
তমাল গাছের নীচে আমি একা শুধু একা।
কোথা থেকে এক শুভ্রতা হাঁস এসে আমার দিকে তাকিয়ে,
যেন কিসের এক বার্তা নিয়ে এসেছে;
সে আমার দিকে তাকিয়ে মৃদু মৃদু হেসে কিছু এক বলছে।
হয়তো আমি সেই হতভাগ্য মানুষ
যে আমি তার ভাষা বুঝতে পারলাম না,
এত সুন্দর আঁখিতে মৃদু মৃদু হাসিতে জানি কিসের বার্তা হতে পারে;
তবুও তার চোখের ভাষা আমার মর্মস্পর্শ আর হল না!
ঊষার বিপরীত হয়ে চলে গেল সেই শুভ্রতা,
তবে একবার ফিরে দেখেছিল আমার দিকে
সরোবরের মাঝেই হারিয়ে গেল;
আমি আবার নিঃসঙ্গ একা শুধুই একা।
0 মন্তব্যসমূহ