✒️মনচলি চক্রবর্তী
মেঘলা আকাশ
মন আনচান
বিরহের বুঝি
হল অবসান
মেঘ গর্জায়
বুক দুরুদুরু
হৃদয় তুফান
এই বুঝি শুরু
এসো বরষন
ধুয়ে দাও মন
মুছে দাও আজ
বিষাদের ক্ষন
চাতকেরা হোক
পিপাসা মুক্ত
ধরনী তুমি হও
বরষ সিক্ত
অবগুন্ঠন খুলেছে
যে আজ
মেঘবালিকার
অপরুপ সাজ।।
0 মন্তব্যসমূহ